📢 সৌদি আরব ভিসার গুরুত্বপূর্ণ আপডেট!সৌদি এম্বাসির নতুন নিয়ম অনুযায়ী, হাউজ ভিসা বাদে বাকি সকল ভিসার জন্য তাকামুল ট্রেনিং সার্টিফিকেট বাধ্যতামূলক করা হয়েছে ✅🔴 তাই আর হেলাফেলা নয়! দ্রুত সব যাত্রীদের ট্রেনিংয়ের ব্যবস্থা করুন।ট্রেনিং করার ধাপসমূহ:⿡ লিংকে যান 👉 https://svp-international.pacc.sa/home⿢ একটি ইমেইল দিয়ে রেজিস্ট্রেশন করুন। (ইঞ্জাজের পেশা অনুযায়ী ও পাসপোর্ট অনুযায়ী)⿣ রেজিস্ট্রেশন শেষে ৫০ ডলার পেমেন্ট সম্পন্ন করুন।⿤ রেজিস্ট্রেশন স্লিপটি ডাউনলোড করে প্রিন্ট করুন।⿥ নির্ধারিত তারিখে যাত্রীকে পাসপোর্ট ও রেজিস্ট্রেশন ফর্মসহ ট্রেনিং সেন্টারে পাঠান।📌 বি:দ্র:পরীক্ষায় বসার আগে অবশ্যই ভিসার পেশা অনুযায়ী কী কী কাজ করতে হয় সেই বিষয়ে ভালোভাবে ধারণা নিয়ে যাবেন।❗ ফেল করলে পুনরায় পরীক্ষা দিতে হবে এবং সময় ও টাকা দুটোই নষ্ট হবে।⸻✅ দয়া করে এই গুরুত্বপূর্ণ তথ্যটি অন্যান্য এজেন্ট, যাত্রী এবং স্বজনদের সঙ্গে শেয়ার করুন।📞